আষাঢ়-শ্রাবণ মাস। রাত দিনের যেকোনো সময় বৃষ্টি হতে পারে। আকাশ মেঘমুক্ত পাওয়া কঠিন। তবে মাঝে মাঝে দুই একদিন আকাশ মেঘমুক্ত পাওয়া গেলে তারা চেনা বা আকাশ বস্তু দেখার বিষয় খুব মনোরম হয়। আকাশে ধূলিকণা একেবারেই থাকে না ঝকঝকে আকাশে এ মাসে উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা ভেগা বা অভিজিৎ দেখা যাবে। সপ্তর্ষী মন্ডল চেনা খুব সহজ এ সময়। দক্ষিণ আকাশে বৃশ্চিক রাশি স্পষ্ট দেখা যাবে। এই কাঁকড়া বিছার ঘাড়ের কাছের লাল তারা সহজেই দৃশ্যমান। এর নাম পারিজাত বা জ্যেষ্ঠা । আর পাশ্চাত্য নাম Antares . এর ব্যাস আমাদের সুর্যের ব্যাসের প্রায় ৪৫০ গুণ এবং সূর্য থেকে এর দূরত্ব প্রায় ২৫০ আলোক বর্ষ। এ মাসে রাত ৮ টা থেকে পূব আকাশে বৃহস্পতি ও শনি গ্রহ পর পর খুব কাছে উদিত হতে দেখা যাবে। ৫ জুলাই পুর্ণিমায় চন্দ্রগ্রহণ ঘটবে তবে তা বাংলাদেশ থেকে দেখা যাবে না। করোনার সময়ে টেলিস্কোপের সাহায্যে দর্শকদের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আকাশ পর্যবেক্ষণ কার্যক্রম বন্ধ আছে। তবে সীমিত পরিসরে সংস্থার কর্তব্যরত ব্যক্তিগণ আকাশ পর্যবেক্ষণ করে থাকেন।