নভেম্বর মাস আকাশ দেখার জন্য খুবই উপযুক্ত সময় । এ সময়ে আকাশে মেঘ থাকে না। পুরোমাস ব্যাপী দেখা যাবে শনি ও বৃহস্পতি গ্রহ। নভেম্বর মাসের ১,২,২৯ ও ৩০ তারিখ টেলিস্কোপের সাহায্যে চাঁদকে খুব ভালভাবে দেখা যাবে। এ মাসের শেষ দিকে পশ্চিম আকাশে শুক্র গ্রহ দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যার পর একঘন্টা টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখানো হয়।