আগামী ৫ মে, ২০২৩ সৌরজগতে চন্দ্রগ্রহণ ঘটবে, যা' বাংলাদেশ থেকে দেখা যাবে। ঐদিন শুক্রবার রাত ৯.১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১১.২২মিনিটে এবং সমাপ্ত হবে রাত ১.৩১মিনিটে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভবনের ছাদে চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষ্যে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে।